সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নানা শারিরীক জটিলতার কারণে তার মৃত্যু হয়েছে।
অস্ত্রোপচারের মাধ্যমে ওজন কমানোর (ব্যারিয়াট্রিক সার্জারি) চিকিৎসা নিতে এ বছরের শুরু দিকে ভারতে গিয়েছিলেন ইমান। ওই সময় ইমানের ওজন প্রায় ৫০৮ কেজি ছিল।
ভারতের মুম্বাইয়ে চিকিৎসানেওয়ার তিন সপ্তাহের মধ্যে প্রায় ১০৮ কেজি ওজন কমে তার ওজন দাঁড়িয়েছিল ৩৮০ কেজিতে। ২৫ বছর পর উঠে বসতে পেরেছিলেন তিনি। এরপর ইমান আবুধাবিতে যান

Post a Comment