আগামীকাল রোববার (১২ জুলাই) থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা-বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। শনিবার (১১ জুলাই) ইউএস-বাংলার জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতিদিন ঢাকা থেকে বরিশালে একটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিদিন বিকেল ৪টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বরিশালের উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যাবে এবং প্রতিদিন বিকেল ৫টা ২৫ মিনিটে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। ঢাকা থেকে বরিশালের নূন্যতম ভাড়া ২৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
Post a Comment