যমুনার পানি বৃদ্ধি অব্যাহত, জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি


যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।  

গত ২৪ ঘণ্টায় যমুনার পানি আরও বেড়ে রবিবার বিকালে বিপদসীমার ৬৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।  

পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন করে প্লাবিত হয়েছে ইসলামপুরের বেলগাছা, কুলকান্দি, সাপধরী; দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ, পৌরসভা; বকশীগঞ্জের সাধুরপাড়া, মেরুরচর; সরিষাবাড়ীর পিংনা, পোগলদীঘা, আওনা, কামারাবাদকামারাবাদ ও সাতপোয়া ইউনিয়নের নিন্মাঞ্চলের বিস্তীর্ণ এলাকা।  

সব মিলিয়ে ৪ উপজেলার অন্তত ২০টি ইউনিয়নের অন্তত ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget