২০১৬ সাল থেকে নিউ ইয়র্ক টাইমসের মতামত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসা জেমস বেনেট পরে স্বীকারোক্তি দিয়ে বলেন যে, লেখাটি প্রকাশের আগে তিনি তা পড়ে দেখেননি।
তাছাড়া, লেখাটি ভালভাবে সম্পাদনা করা হয়নি, এতে তথ্যগত ত্রুটি ছিল, অনাবশ্যকভাবে কঠোর ভাষা ব্যবহার করা হয়েছিল এবং লেখাটি ছাপা উচিত হয়নি উল্লেখ করে বেনেট এর জন্য ক্ষমাও চান।
পুলিশের নিপীড়নে কৃষ্নাঙ্গ ফ্লয়েডের মৃত্যু নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়া সহিংস বিক্ষোভের মধ্যে নিবন্ধটি প্রকাশ করা হয়েছিল। পরে আটশ’রও বেশি সাংবাদিক এর নিন্দা জানিয়ে একটি চিঠিতে সই করেন।
টুইটারে এক পোস্টে পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক নিকোল হান্নাহ-জোনস লেখেন, “এমন নিবন্ধ পত্রিকায় প্রকাশের জন্য একজন কৃষ্ণাঙ্গ নারী ও সাংবাদিক হিসেবে আমি ভীষণভাবে লজ্জিত।”
Post a Comment