বাংলাদেশের গরমের কথা কখনো ভুলবেন না উইলিয়ামসন


Add caption
শীতপ্রধান দেশগুলো থেকে কেউ বাংলাদেশে আসলেই গরমে হাঁসফাঁস করার অবস্থা হয়। নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনেরও এই অভিজ্ঞতা হয়েছে। ২০১৩ সালের অক্টোবরে বাংলাদেশ সফরে দুই টেস্টের সিরিজে খেলতে এসে তিনি বুঝেছিলেন, কন্ডিশনটা তাদের কাছে কতটা কঠিন। এবার এক সাক্ষাতকারে বাংলাদেশের কন্ডিশন নিয়ে বললেন নিউজিল্যান্ড অধিনায়ক।

সম্প্রতি সংবাদমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেছেন, 'বাংলাদেশের কন্ডিশন মোটেও ভালো নয়। আমি সেখানকার গরম এবং আর্দ্রতার কথা কখনো ভুলব না। আমি যখন প্রথম বাংলাদেশ সফরে গিয়েছিলাম তখন গরম ও আর্দ্রতার অভিজ্ঞতা হয়েছে আমার। সেখান কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার জন্য সেটি ছিলো ক্ষুদ্র সতর্কবার্তা। সেই অভিজ্ঞতা কখনো ভুলব না।'
এ বছরই আবার টেস্ট খেলতে বাংলাদেশে আসার কথা ছিল উইলিয়ামসন বাহিনীর। তবে করোনার কারণে সেটি আপাতত স্থগিত হয়ে গেছে। এখন করোনাভাইরাসের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে ইউনিসেফের সঙ্গে কাজ করছেন উইলিয়ামসন। তার সাথে আরও আছেন, হেনরি নিকোলস-সোফি ডিভাইন ও ড্যানি কার্টার। বাংলাদেশের গরম নিয়ে কথা বলার পাশাপাশি এদেশের করোনা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন কিউই অধিনায়ক।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget