নদীভাঙনের তথ্য পেতে ইউপি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগের নির্দেশ


নদীভাঙনের তাৎক্ষণিক খবরের জন্য ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে পানি উন্নয়ন বোর্ডকে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। তিনি বলেন, তা না হলে একজন চীফ ইঞ্জিনিয়ারের পক্ষে পুরো এলাকা ঘুরে খবর রাখা কষ্টসাধ্য।

রোববার (২৮ জুন) পানি সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আরএডিপিভুক্ত প্রকল্পসমূহের অগ্রগতির ওপর পর্যালোচনা সভার সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পানি উন্নয়ন বোর্ডকে আন্তরিকভাবে কাজ করার তাগিদ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, নদীভাঙনের তাৎক্ষণিক খবরের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে। কেননা একজন চীফ ইঞ্জিনিয়ারের পক্ষে পুরো এলাকা ঘুরে খবর রাখা কষ্টসাধ্য। সকল সংকটে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে হবে।

তিনি আরও বলেন, আগে দেখা যেত প্রকল্প পাস হয়ে প্রকল্প শুরু হতে এক বছর চলে যেত, এখন সেটা আমরা কমিয়ে ৩ মাসে এনেছি। কিন্তু এটা অনেক সময়। আমি মনে করি, প্রকল্প পাসের ১৫ দিনের মধ্যে প্রকল্প পরিচালক নিযুক্ত করতে হবে যাতে তিনি প্রকল্পের কাজকে গতিশীল করতে পারেন।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget