করোনাভাইরাস পরীক্ষা করিয়ে ২২ জনের শুটিং ইউনিট নিয়ে মঙ্গলবার থেকে উত্তরায় ‘প্রাণপ্রিয়’ নামে একটি নাটকের শুটিং শুরু করেন তরুণ পরিচালক মিজানুর রহমান আরিয়ান।
শুটিং চলাকালে ইউনিটের সদস্যদের দ্বিতীয়বারের নমুনা পরীক্ষায় বুধবার দুইজনের করোনাভাইরাস ‘পজিটিভ’ আসার পরপরই শুটিং স্থগিত রেখে অপূর্ব, মেহজাবীনসহ নাটকের ইউনিটের বাকি সদস্যদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বলে জানান আরিয়ান।
তিনি বলেন, “সর্বোচ্চ সতকর্তা মেনে আমরা টেস্ট করার পর নাটকের শুটিং শুরু করেছিলাম আমরা। নাটকের মাত্র দুইটি দৃশ্য বাকি ছিল; বিষয়টি জানার পরপর শুটিং বন্ধ করা হয়েছে। কোয়ারেন্টিন শেষে আবারো করোনাভাইরাস টেস্টের করার আগে আপাতত শুটিং নয়।”
Post a Comment