কোরবানি ঈদে বাংলাদেশের তিন সিনেমা মুক্তি দেবে হইচই



ক্রমেই দুই বাংলায় জনপ্রিয় হয়ে উঠছে জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম ‘হইচই’। শুরুতে ওয়েব সিরিজ নির্মাণের মধ্য দিয়েই বাংলাদেশে যাত্রা শুরু করেছিলো ভারতের এই প্রতিষ্ঠানটি। দিনে দিনে তারা সিনেমা মুক্তিতেও অগ্রসর হয়েছে। বাংলাদেশের বেশ কিছু সিনেমা দেখা যাচ্ছে ‘হইচই’-এ।

জানা গেছে আসছে কোরবানি ঈদে আরও তিনটি বাংলাদেশি সিনেমা মুক্তি পাবে প্লাটফর্মটিতে। সেগুলো হলো
অনিল বাগচীর একদিন, স্বপ্নজাল ও মেঘমল্লার। এ তিনটি ছবিই বেঙ্গল ক্রিয়েশনস প্রযোজিত ও পরিবেশিত।হইচই’- এর বাংলাদেশ প্রতিনিধি সাকিব আর খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ছবিগুলো মুক্তি দেওয়ার সব প্রস্তুতি নেয়া হয়েছে। এরমধ্যে ‘অনিল বাগচীর একদিন’ ও ‘মেঘমল্লার’ এই দুটি সিনেমা মুক্তি দেওয়া হচ্ছে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হিসেবে। আর ‘স্বপ্নজাল’ সাধারণভাবেই মুক্তি পাবে।’

আসছে ঈদে ঢালিউডের নতুন কোনো সিনেমা মুক্তি দেয়া হবে কী না জানতে চাইলে তিনি বলেন, তেমন কোনো প্ল্যান নেই হইচইয়ের।

প্রসঙ্গত, ২০১৫ সালে মুক্তি পায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘অনিল বাগচীর একদিন’। হুমায়ূন আহমেদ রচিত একই নামের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মোরশেদুল ইসলাম। এ ছবিতে অনিল বাগচীর চরিত্রে অভিনয় করেছেন আরেফ সৈয়দ। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেন গাজী রাকায়েত, তৌফিক ইমন, জ্যোতিকা জ্যোতি, ফারহানা মিঠু, এবং মিশা সওদাগর।

হলে মুক্তি পাওয়ার ৫ বছর পর এটি প্রথমবার অনলাইনে মুক্তি পাচ্ছে। আগামী ২৪ জুলাই থেকে ‘হইচই’-তে দেখা যাবে ছবিটি।


Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget