অন্ধকারের কবিতা ঃ কবি রাজু আহম্মেদ খান।



আজ এমন একটি 
কবিতা লিখবো 
যা কবিতা হবেনা,
কবিতার মতো করে
ছন্দও থাকবেনা। 
থাকবেনা অর্থ,
দৃশ্যত থাকবে না 
গুমোর কিছু,
গুমোট গরম 
আর ভ্যাবসা ভাব থাকবে
শব্দের গা জুড়ে। 

দ্যোতনা না থাকুক
অন্তমিল, বা ভাব জগত
না থাকুক,
অক্ষর থাকবে, 
দুর্বল বাক্যের পলেস্তারায়। 

কেউ বলছে,
কিছু অর্থ হয়তো থাকবে
তাও লুক্কায়িত থাকবে 
শাহেদের বোরকার ভিতরে
যে বোকার আস্তরন
কর্দমাক্ত। 
কোমরবন্ধনীতে একটা
মরচে পড়া বন্দুক থাকবে
তোমরা যাকে পিস্তল বলো। 

এমন কবিতা লিখছি আজ
যে কবিতা নামের ছদ্মবেশি
কোন পথ নেই এ পথের
ভবিষ্যত নেই বর্তমানের -
শুধু অন্ধকার আছে 
অন্ধকারের গল্প আছে, 
অন্ধকারের স্বপ্ন নেই কিন্তু। 
সেটা হচ্ছে খুবই ভয়াবহ 
শুধু আমরাই কি ভীতসন্ত্রস্ত? 

কেউ নাকি 
অফ করে দিয়েছে
একদল বাতির চ্ছটা
ঝাড়বাতির মতো,
কক্ষের আলো দেয়
যে বেচারা -
গোবেচারা। 

অন্ধকার বলতে কি বলে? 
আমি জানিনা  
আমায় কবিতা লিখবার
কথা ছিল,
আসলেই কি কবিতা? 

এটা আমার রচনা বটে
হতে পারে কবিতা -
যদিও কোনো ছন্দ নেই 
ভালোবাসা নেই
আছে শুধু অস্পষ্ট শব্দ 
কতেক অসহায় অক্ষর 
বাক্য নিধিরাম সর্দার। 

কত মানুষ চারিদিকে 
পারছিনা বোঝাতে কিছুই
কাল কতজন মারা যাবে
করোনায়?  আগামীকাল ? 
কিংবা পরশু?  
কি হবে তারপর?  তারপর? 

অন্ধকারের কবিতা লিখছি
নিগুঢ় অন্ধকার
আমরা কবিতা কেউ পড়বেনা
এটা আমার অনুরোধ, 
জানি এই অনুরোধটুকুও
রাখতে পারবেনা। 

আমরা কেউ কি বলতে চাই? 
কেউ কি বলতে পারছি? 
ভবিষ্যতের কথা বাদই দিলাম
বর্তমানের কথা? 
অতীত হতে এযাবৎ 
কি শিক্ষা নিয়েছি আমরা?
বলতে পারছিনা,
শুনতেও পারছিনা।  

আমাদের ভবিষ্যৎ কি? 
কাল হাতিরঝিলে দেখলাম 
অসংখ্য মানুষ
মৃত্যুর মিছিলে সবাই ছুটছে
কারোই মুখে
কলুপ নেই, আদিখ্যেতা 
হতভাগ্য জাতি আমরা। 

আমরা যেমন আছি 
তেমনই কি আছি? 
কিছু মানুষকে দেখলে 
বিশ্বাসই হয় না 
করোনা বলে কিছু আছে। 
এই জগতে কিছু মানুষ 
এতটাই সাহসী,
সাহসী হয় কি করে? 
আমার জানা নেই কিন্তু। 

তাই আজকের এই কবিতাটা
সম্পূর্ণ কবিতার মত  না হলেও
আজকে শুধু অন্ধকারই থাক
আগামীতে আলো আসবে
এই প্রত্যাশাই থাকুক। 

কিছু কথা শোনাবো আজ
অন্ধকারের যেখানে চাঁদ নেই 
তারা নেই,  কিছু নেই  মধ্যাকাশে
সেই অনিশ্চয়তার মধ্যেই
থাকছে মধ্যপুরুষ, বৃদ্ধ, কিশোর,
শেষ বয়েসীও
অনিয়শ্চতার আমৃত্যু যন্ত্রণায়। 

আমি যাই নাই কবিতার ঘরে
কবিতা আমার 
আদীগন্ত প্রতিবেশী তবু
তোমাদের ভালো লেগেছে 
কি লাগে নি? 
আমার জানা নেই।

যদি ভালো লাগে
তাহলে কমেন্ট দিয়ে 
জানাবার দরকার নেই
আর যদি ভালো না লাগে 
তাহলেও না জানালেও চলবে। 

তোমাদের  কেমন লাগছে 
শ্বাসকষ্ট?  নাকি জ্বর জ্বর?
শুধু সেটাই জানিয়ে দিও
অন্তত করোনায় কেউ 
না মরুক
করোনা উপসর্গেও না মরুক
এইটুকু প্রত্যাশায় রইলাম, 
তোমাদের  চিন্তার ভিতরেই।  


Razu Ahmmed Khan
Chairman  at Green Party.  

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget